Video Of Day

সৌভাগ্যের জন্য বাড়িতে নিয়ে আসুন এই ৮টি ফুলগাছ

অর্কিড— মনে শান্তি আনে। বন্ধুত্ব গাঢ় হয়। প্রেম হয় চিরস্থায়ী। গ্রিক সংস্কৃতিতে এই ফুলকে প্রজননের প্রতীক মনে করা হয়।

মানিপ্ল্যান্ট— ফেন শুই মতে, ঘরে এই গাছ পজেটিভ এনার্জির বিচ্ছুরণ ঘটায়। চিন দেশে, নতুন বছরের আগমনে এই গাছ উপহার হিসেবে দেওয়া হয়।
 

গোলাপ— জীবনে প্রেম নিয়ে আসে এই ফুল। এবং এই ফুলের নানা রং, ভিন্ন ধরনের এনার্জির সৃষ্টি করে। যেমন সাদা গোলাপ শান্তি ছড়ায়। পিচ ও হলুদ যথাক্রমে আধ্যাত্মিক মনোভাব ও বন্ধুত্ব বাড়ায়। গোলাপি রং প্রেমের শুরু হলে, লালা গোলাপ নিয়ে আসে ভালবাসা। 

ক্যাকটাস— ক্যাকটাসে ফুল হলে, তা নাকি শুভ সংবাদ বয়ে আনে। এমনটাই মনে করে চিন ও মেক্সিকোর বাসিন্দারা। 

পিস লিলি— গাঢ় সবুজ পাতার মাঝে ধবধবে সাদা ফুল— দেখেই মন ভাল হয়ে যায়। ফলে ঘরে থাকলে তা সুন্দর লাগবেই। তা ছাড়া, এই গাছ বাতাসের ফরমালডিহাইড, বেনজিন ও কারবন মোনোঅক্সাইড শুষে নেয়। অ্যাস্থমা, মাথা ব্যথার উপশম কমিয়ে দেয় এই গাছ।

তুলসি— এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মও। পাশাপাশি ঔষধি গুণ সম্পন্ন এই গাছ বাতাসও শুদ্ধ রাখে। কথিত, নিজের হাতে তুলসি গাছ লাগিয়ে, সেই গাছের পাতা যাকে খাওবেন, সে আপনার প্রতি আসক্ত হয়ে পড়বে।

রোজমেরি— প্রেম ও ফুল একই সূত্রে বাঁধা। রোজমেরিও সেই তালিকায় পড়ে। সঙ্গে রয়েছে এর নানাবিধ গুণাগুণ। স্ট্রেস-মুক্ত রাখতে সাহায্য করে এই ফুল। 

No comments

Post a Comment

Home