Video Of Day

পুজোর বাজার/কেনাকাটা


পুজোর আর তিন সপ্তাহও বাকি নেই। নিম্নচাপের বৃষ্টি শেষে রোদ উঠেছে অবশেষে, তার উপরে দিনটা রবিবার। সব মিলিয়ে পুজোর আগের চতুর্থ রবিবার জমে উঠেছে কেনাকাটা

পুজোর আর তিন সপ্তাহও বাকি নেই। নিম্নচাপের বৃষ্টি শেষে রোদ উঠেছে অবশেষে, তার উপরে দিনটা রবিবার। সব মিলিয়ে পুজোর আগের চতুর্থ রবিবার কালনায় পুজোর বাজার ছিল জমজমাট। দোকানে ক্রেতাদের ভিড় দেখে খুশি দোকানিরা। কালনায় কয়েকটি নামি আন্তর্জাতিক সংস্থার দোকান খোলার পাশাপাশি গত বছরই একটি শপিং মলও তাদের শাখা খুলেছে কালনায়৷ তার পাশাপাশি এ বার পুজোর আগেই চালু হচ্ছে দু'টি প্রসিদ্ধ ব্র্যান্ডের পোশাকের শো-রুম৷ কালনা শহরে আরও একটি বড় শপিং মল খোলার তোড়জোড় চলছে৷ সব মিলিয়ে হাতের কাছেই ব্র্যান্ডেড পোশাকের সম্ভার পেয়ে খুশি ক্রেতারাও৷ বাজার ঘুরে দাঁড়ানোয় ভালো হওয়ায় খুশি সমুদ্রগড় ও ধাত্রীগ্রামের তাঁত ব্যবসায়ীরাও৷ 

কালনা শহরের রেডিমেড পোশাকের ব্যবসায়ী সুরজিৎ দাস বলেন, 'এ বারে জিন্সের চাহিদা বেশি৷ সবাই স্ট্রেচেবল জিন্স কিনতে চাইছেন৷ স্টাইলের মধ্যে কার্গো আর ছেঁড়া জিন্সের চাহিদা রয়েছে৷' মেয়েদের পোশাক ব্যবসায়ী মিতা দত্ত বলেন, 'অনেকে সিরিয়ালের চরিত্রদের পরা পোশাকের মতো জিনিস কিনতে চাইছে৷ যেমন, রাখি সিরিয়ালের রাখি ফ্রক চাইছেন অনেকে৷ ক্রেতাদের পালস বুঝে সিরিয়ালের চরিত্রদের পরা ডিজাইনের পোশাক বেশি তুলেছি এ বার৷' কাপড় ব্যবসায়ী খোকন নন্দী বলেন, 'একটি সিরিয়ালের চরিত্র বিন্দুর পরা শাড়ির মতো শাড়ি চাইছেন অনেকে৷ হ্যান্ডলুমের সেই শাড়ি বিন্দু শাড়ি নামেই বিকোচ্ছে৷ পাশাপাশি হ্যান্ডলুম আর জামদানি শাড়ির চাহিদা রয়েছে৷' পোশাক বিক্রেতা দীপঙ্কর তিওয়ারি বলেন, 'গত বার বাহুবলি চুড়িদারের চাহিদা ছিল৷ এ বার সবাই লং চুড়িদার চাইছেন৷ বেশ কয়েক বছর ব্যবসা করছি। সেই সূত্রে জানি সিরিয়াল, সিনেমার চরিত্রদের পরা পোশাকের চাহিদা থাকে পুজোর বাজারে৷ এ বছরও তার ব্যতিক্রম হয়নি৷'

শহরের একটি শপিং মলে কেনাকাটা করতে এসেছিলেন সমুদ্রগড়ের বাসিন্দা স্কুল শিক্ষিকা পুতুল রায়। তিনি বলেন, 'আগে কলকাতা বা কলকাতা লাগোয়া বড় শহরে পুজোর কেনাকাটা করতে যেতাম৷ এখন হাতের কাছেই শপিং মল গড়ে উঠেছে। তাই সেখানেই কেনাকাটা করলাম৷ সময় বাঁচল, যাতায়াতের খরচও বেঁচেছে৷ আবার পছন্দসই জিনিসও পেয়েছি।' শহরের ব্যবসায়ী সোমা সাহা বলেন, 'পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি৷ তাই কেনাকাটা সেরে নিলাম৷ এর পরে ভিড় আরও বাড়বে৷ বেশি ভিড়ের মধ্যে জিনিসপত্র ঠিক মতো দেখে কিনতে পারি না৷' 

No comments

Post a Comment

Home