Video Of Day

মহালয়া Nostalgia

1994 সালের মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে প্রথমবার এনাকে TV- এর পর্দায় দেখা যায়। তখন না ছিল Colors Bangla, না ছিল Zee Bangla, আর  Star Jalsa  তো নয়ই।  DD বাংলার সেই স্বল্প বাজেটের মহালয়ায় কোন প্রথম সারির নায়িকা অভিনয় করতে চাইতেন না। কিন্তু যেবার শ্রীমতী সংযুক্তা ব্যানার্জ্জী দুর্গাচরিত্রে ক্যামেরার সম্মুখে নামতে রাজী হলেন, সেবারই সংগীত পরিচালক শ্রীযুক্ত কল্যাণ সেন বরাট বলেছিলেন, "আগামী কয়েক দশকের জন্য বাঙালী দুর্গার রূপে চিন্তা করার জন্য স্থায়ী একখানা চেহারা পেয়ে গেল।"

কথাটা মিথ্যে হয়নি। সেবারের মহালয়া অনুষ্ঠানে আলোর একান্ত অভাব, sound-এর বিভ্রাট, কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রীমতী হৈমন্তী শুক্লার দরদী কণ্ঠে আগমনী গান জনতার মন কাড়লো। পরের বছর দূরদর্শন পুনরায় এনাকে দুর্গার রোল offer করতেই ইনি এককথাতেই রাজী। শুরু হল rehearsal, যথাসময়ে মহালয়ার ভোরে সম্প্রচারিত হল "দেবী দুর্গা",  নাম ভূমিকায় সংযুক্তা বন্দোপাধ্যায়। বাকিটা আমাদের সকলেরই জানা। আজ দীর্ঘ 20 বছর পার হয়ে গেছে, কতজন এসেছে, কতজন চলেও গেছে। কিন্তু আমদের সেই পুরানো অভ্যেস- মহালয়ার ভোরে হাজার channel-এর high বাজেটের মহালয়াগুলোর মাঝে একবার হলেও DD বাংলায় এই মহীয়সী নারীর অভিনীত "মহিষাসুরমর্দিনী" পুনঃপ্রচারিত হচ্ছে কিনা, এটা একবার হলেও check করার অভ্যাসটা আমাদের গেছে কি?

যায়নি।  :)
যাবেও না।

No comments

Post a Comment

Home